ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ এক মুহূর্তের জন্যও বন্ধ করবে না ইরান বলেছেন দেশটির সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি । তিনি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের উন্নয়ন হচ্ছে সামরিক বাহিনীর সামনে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।জেনারেল জাযায়েরি বলেন, শত্রুদের নানা চেষ্টা-প্রচেষ্টা সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখবে। প্রথাগত কূটনৈতিক সম্পর্ক কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কর্মসূচির ওপর প্রভাব ফেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ইরানের এ সামরিক কমান্ডার জোর দিয়ে বলেন, জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবেলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি বাড়াবে। তিনি বলেন, শত্রুদের বিশেষ করে আমেরিকার নতুন কৌশল হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা কমানো। তবে প্রকৃত যুদ্ধের ময়দানে জবাব দেবে ইরান।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পর গত রোববার মার্কিন অর্থ মন্ত্রণালয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। তার জবাবে এসব কথা বললেন জেনারেল মাসুদ জাযায়েরি।