জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১০ জানুয়ারি থেকে ক্ষণগণনা চলছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৬৬ দিনব্যাপী (শুক্রবার ছাড়া) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্থায়ী মুজিব মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার ক্ষণগণনার ৫১তম দিনে বঙ্গবন্ধুকে নিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন (বাদ্যযন্ত্র ছাড়া) এবং বঙ্গবন্ধুর জীবন কাহিনী তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ আ. রহমান, হাফিজুর রহমান ও আবু তালহা। মুজিব মঞ্চে অন্যান্য পরিবেশনার মধ্যে ছিল- কবিতা, একক গান ও গম্ভীরা।
এদিন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার পরিবেশনা উপভোগ করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, নামোশংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসন, মহিলা মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লা-হিল কাফিসহ অন্যরা।