বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৬, ২০২৫ by

ক্লাব বিশ্বকাপের আগেই আলেকজান্ডারকে দলে চায় রিয়াল

ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড গত সোমবার লিভারপুলকে জানিয়ে দিয়েছেন যে তিনি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। এই ২৬ বছর বয়সী ফুটবলারের গন্তব্যও সবার জানা। আসন্ন গ্রীষ্মে এই ফুলব্যাক রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। তবে ইএসপিএনের তথ্য মতে, রিয়াল এই ট্রান্সফারটি খানিকটা দ্রুত করতে চাচ্ছে। এই ব্যাপারে লস ব্ল্যাঙ্কসরা লিভারপুলের সঙ্গে আলোচনায় বসবে বলে জানা গিয়েছে। এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল সোমবার এক বিবৃতিতে জানায়, “আলেকজান্ডার আর্নল্ড ক্লাবকে জানিয়েছেন যে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে এই গ্রীষ্মে তিনি ক্লাব ছেড়ে যাবেন। ৩০ জুন, ২০২৫ তারিখে চুক্তি শেষ হলে তিনি অ্যানফিল্ড থেকে বিদায় নিবেন।” ফলে, রিয়াল আর্নল্ডকে ফ্রি ট্রান্সফারে দলে পাওয়াতে বাঁধা নেই। এই ইংলিশ ডিফেন্ডারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক মাস ধরেই লস ব্ল্যাঙ্কসদের আলোচনা চলছিল। বর্তমানে শুধুমাত্র চুক্তির চূড়ান্ত কিছু বিষয় বাকি রয়েছে। যদিও রিয়াল আর্নল্ডের সঙ্গে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছে। এরপরও একটা জটিলতা তৈরি হয়েছে। রিয়াল আসন্ন ক্লাব বিশ^কাপে অংশ গ্রহণ করবে, যা শুরু হচ্ছে ১৪ জুন থেকে। অন্যদিকে লিভারপুলের সঙ্গে আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হতে-হতে ৩০ জুন। তবে রিয়াল এই ফুলব্যাককে ক্লাব বিশ^কাপে নিজেদের স্কোয়াডে পেতে চাচ্ছে। অলরেডদের এই মৌসুমের খেলা শেষ হবে ২০ মে। লস ব্ল্যাঙ্কসরা চায় এরপরই তাদের ডেরায় নাম লিখিয়ে ফেলুক আর্নল্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষে যদি লিভারপুলের সঙ্গে একটি চুক্তি করা যায়, তাহলে এই ২৬ বছর বয়সী ডিফেন্ডারও আগেই রিয়ালে যোগ দিতে ইচ্ছুক। গতবছরের অক্টোবরে দানি কারভাহাল দীর্ঘমেয়াদি হাঁটুর চোটে পড়েন। এরপর রিয়াল রাইটব্যাকের জায়গাটা পূরণ করতে এই বছরের জানুয়ারিতেই আর্নল্ডকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে তখন লিভারপুল কোনো আলোচনা বসতে রাজি হয়নি। রিয়াল এখন লিভারপুলের সঙ্গে একটি ‘যুক্তিসংগত ট্রান্সফার ফি’র ভিত্তিতে আলোচনা করতে চায়, যাতে আর্নল্ড তার অ্যানফিল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সাদা জার্সিতে যোগ দিতে পারেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ আর্নল্ডকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে। তাছাড়া এই আসর ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতির একটা অংশ। ২৬ বছর বয়সী আর্নল্ড অ্যানফিল্ডে ২০ বছর কাটিয়েছেন। এই সময়ে তিনি ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ, দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ^কাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন। গত সোমবার আর্নল্ড বলেন, “আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে মনে হচ্ছে আমার জন্য একটি পরিবর্তনের প্রয়োজন। একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে নতুন চ্যালেঞ্জ দরকার। আমি মনে করি এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।”

About The Author

শেয়ার করুন