ক্রিমিয়ার জ¦ালানি ট্যাংকারে হামলা

2

রুশ দখলকৃত ক্রিমিয়া বন্দরনগরী সেভাস্তোপোলের একটি জ¦ালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রুশ মদদপুষ্ট গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে পোস্টে জানান, গতকাল শনিবার জ¦ালানি ভর্তি ট্যাংকারে সম্ভবত ড্রোন হামলা হয়েছে। গত শুক্রবার ইউক্রেনেজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জন নিহতের পরই এ ঘটনা ঘটলো।স্থানীয় সময় গতকাল শনিবার তিনি আরও বলেন, ড্রোন হামলার কারণে জ¦ালানি ট্যাংকে আগুন লেগে থাকতে পারে।আগুনের শিখা ১১ হাজার বর্গফুট এলাকা পর্যন্ত ছড়িয়েছে বলেও জানান রুশ গভর্নর মিখাইল।সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বাতাসের কারণে শহরের অনেক জায়গায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কু-লী পাকিয়ে ধোঁয়া ওড়ছে।দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে দাবি করে গভর্নর বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। জ¦ালানির পরিমাণ বেশি থাকায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। ট্যাংকারে হামলার দায় স্বীকার করেনি কেউ।গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ক্রিমিয়াসহ রাশিয়ায় বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় কিয়েভকে দায়ী করে আসছে মস্কো।ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে জোরপূর্বক ক্রিমিয়া ভূখ-কে দখল করে নেয় রাশিয়া। যদি ক্রিমিয়াকে রুশ ভূখ- হিসেবে কখনও স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। তবে যেকোন মূল্যে ইউক্রেনের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা, সিএনএন