ক্রিপ্টো কারেন্সি লেনদেনের অভিযোগে তিনজন গ্রেপ্তার

19

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরূপনগর এলাকার মো. আলিউল আজিম (৩৫), গোমস্তাপুর উপজেলার পুরাতন প্রসাদপুর এলাকার মো. শামসুদ্দিন (২৫) ও কলোনি ডাইনপাড় এলাকার মো. আরিফ হোসেন (২৫)।
গত মোমবার দুপুর দেড়টায় জেলাশহরের উদয়ন মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগণের লক্ষ টাকা আত্মসাৎ করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এর একপর্যায়ে ছায়া তদন্তে বেরিয়ে আসে, ওই মোবাইল অ্যাপে এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে পিএলসিইউ নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের অ্যাকাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি। অভিযানে আল্টিমা অ্যাপসের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড এবং বিভিন্ন গ্রাহকের আল্টিমা অ্যাপস সম্বলিত ২২টি কার্ড জব্দ করা হয়।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ধারাবাহিক অভিযানের দ্বিতীয় অভিযানে তিনজনসহ এখন পর্যন্ত এ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। অন্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এ ধরনের চক্রের ব্যাপারে অভিযানের পাশাপাশি গ্রামের ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।