শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৬, ২০২৫ by

ক্রিকেটের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

ক্রিকেটের এক ঝাঁক নিয়মে পরিবর্তন আনল আইসিসি। হয়েছে কিছু সংযোজন-বিয়োজন। কোনো পরিবর্তিত নিয়ম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে, কোনোটি প্রয়োগ করা হবে শীঘ্রই। আইসিসি কোন কোন নিয়মে পরিবর্তন আনল, দেখে নেওয়া যাক-

সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটেও নিয়ে আসা হচ্ছে স্টপ ক্লক। যা দুই ওভারের মাঝখানে সময় গণনার ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রতিটি দলকে কোনো ওভার শেষ করার পর এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে হবে। তা করতে ব্যর্থ হলে দুটি ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হবে। সতর্কবার্তার পরও নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা করা হবে। প্রতি ৮০ ওভার পর সতর্কবার্তার গণনা নতুন করে শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে মানা হচ্ছে এই নিয়ম।

বলে থুতু বা লালার ব্যবহার আগে থেকেই বন্ধ। তবে কেউ ব্যবহার করলে এতদিন বল পরিবর্তন করা হতো, সামনে তা হবে না। কোনো দল যাতে বল পরিবর্তনের কৌশল হিসেবে এই নিয়ম ব্যবহার না করে এ কারণেই নিয়মের এই পরিবর্তন। তবে যে দল বলে লালা প্রয়োগ করবে তাদের ৫ রান জরিমানা করা হবে। বলের অবস্থা নাজুক হলে অবশ্য বল যেকোনো সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।

রিভিউ নেওয়া ডেলিভারির ভিন্ন কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে পুনরায় রিভিউ করা যাবে এখন থেকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে- আল্ট্রা এজে স্পাইক না থাকায় কট বিহাইন্ডের সিদ্ধান্ত নট আউট থাকলেও এলবিডব্লিউর জন্য রিভিউ করা যাবে এবং এক্ষেত্রে ব্যাটার আউট হয়ে থাকলে তাকে ফিরতে হবে সাজঘরে। এছাড়া এলবিডব্লিউর আবেদন করার পর অন ফিল্ড আম্পায়ার যদি আউটের সংকেত না দেন, কিন্তু একই ডেলিভারিতে রান আউটের আবেদন হলে সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের ঘাড়ে বর্তায়- তাহলে নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় আম্পায়ার প্রথমে এলবিডব্লিউ এবং পরে রান আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

নো বলে ক্যাচ ধরা হলে এখন থেকে যাচাই করা হবে ক্যাচটি শুদ্ধ কি না। যদি শুদ্ধ হয়ে থাকে, তাহলে ব্যাটিং দলের স্কোরকার্ডে ১ রান যুক্ত হবে। ব্যাটাররা দৌড়ে যে রান নেবেন তা যোগ করা হবে না। এছাড়া দ্রুত রান নিতে গিয়ে কোনো ব্যাটার যদি পপিং ক্রিজে প্রবেশ না করেন তাহলে ব্যাটিং দলকে ৫ রান জরিমানা করা হবে। শুধু তা-ই নয়, ফিল্ডিং দল সিদ্ধান্ত জানাতে পারবে তারা স্ট্রাইকিং প্রান্তে পরের বলে কোন ব্যাটারকে চায়।

এদিকে আইসিসি তাদের সদস্য দেশগুলোকে ঘরোয়া ক্রিকেটে ফুল টাইম প্লেয়িং রিপ্লেসমেন্ট চালুর জন্য বলেছে। এতে কনকাশন সাব ছাড়াও গুরুতর ইঞ্জুরির ক্ষেত্রে বদলি খেলোয়াড় একাদশে নেওয়া যাবে। যদিও তা প্রয়োগ করা যাবে না হ্যামস্ট্রিং ইঞ্জুরি বা ছোটখাটো নিগেলসের ক্ষেত্রে।

About The Author

শেয়ার করুন