মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৩, ২০২৫ by

ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

কারিগরি শিক্ষায় অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।  রবিবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কমসূচি পালন করেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে জেলাশহরের বিশ্বরোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম ও ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম সেমিস্টারের ছাত্র নাজির আহমেদ।
শিক্ষার্থীদের দাবি, ৩০% ক্রাফট কোটা বাতিল করে এই পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্রাফট পদে নন-টেক বা সাধারণ শিক্ষা থেকে প্রার্থীরা নিয়োগ পান, যা কারিগরি শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

About The Author

শেয়ার করুন