শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৪, ২০২৪ by

ক্যাটরিনার বেবিবাম্প প্রকাশ্যে

অনেক দিন ধরেই গুঞ্জন, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা কিংবা তার স্বামী ভিকি কৌশল। তবে এর মধ্যেই গুঞ্জন আরও উসকে গেল অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। এদিন প্রথমবার প্রকাশ্যে আসে নায়িকার বেবিবাম্প! গত শুক্রবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে হলিউড তারকারাও। এমনকি ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলও। এর আগের অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেত্রীকে। সোজা এলেন বিয়েতে, তাও বেবিবাম্পসহ! ফটোবুথে স্বামী ভিকি কৌশলের সঙ্গেই হাজির হন এই গ্ল্যামার গার্ল। লাল টুকটুকে শাড়ি আর ফুলহাতা ব্লাউজে ক্যাটরিনা ছিলেন অমায়িক। তবে এদিন ক্যাটরিনার সৌন্দর্যের চেয়ে বেশি নজর কেড়েছে তার বেবিবাম্প! কারণ ক্যাটরিনা বরাবরই বলিউডের অন্যতম ফিটনেসফ্রিক নায়িকা। তার বডি শেপ সবার মুখস্থ। সেই সুন্দরীর এমন ফুলে থাকা পেট থেকে আবারও তার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে নেটিজেনদের মনে। এতদিন এই তারকার মা হওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন যেন চোখের সামনেই পরিষ্কার পুরোটা। সত্যিই ক্যাটরিনা মা হতে চলেছেন। তবে এ নিয়ে এখনো ক্যাটরিনা কিংবা ভিকি কেউই মুখ খোলেননি। যেহেতু ক্যাটরিনা এই অবস্থায় পাপারাজ্জিদের সামনে এসেছেন, তার মানে তিনি মাতৃত্বে খবর দিতে এরইমধ্যে মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। হয়তো শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন, এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।

 

About The Author

শেয়ার করুন