Last Updated on জুন ২৭, ২০২৪ by
কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা
আগের ১৩ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়হীন ছিল ভেনেজুয়েলা। কোপা আমেরিকায় এসে সেই ধারায় ছেদ টেনেছে তারা। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র গোলে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছে। ‘বি’ গ্রুপের এই ফলাফলে জ্যামাইকা বিদায় নিয়েছে। আর ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে মেক্সিকো। ৫৭ মিনিটে কোনো ভুল করেননি ভেনেজুয়েলার সর্বকালের সর্বোচ্চ স্কোরার রোন্ডন। জন আরাম্বুকে বক্সে ফেলে দিয়েছিলেন জুলিয়ান কুইনোন্স। তার পর মেক্সিকো কিপার জুলিও গঞ্জালেসকে বোকা বানিয়ে জাল কাঁপান সালোমন রোন্ডন। শেষ দিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল মেক্সিকোও। ৮৭ মিনিটে হ্যান্ডবলের দরুণ পায় পেনাল্টি। কিন্তু ওরবেলিন পিনেদার স্পট কিক নিচু হয়ে বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন রাফায়েল রোমো। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর এই ম্যাচ জেতায় ভেনেজুয়েলার পয়েন্ট হয়েছে ৬। তাতে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। মেক্সিকো পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। এই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ থেকে আর কে শেষ আটে যাচ্ছে। শেষ আটে যেতে মেক্সিকোর সামনে জয়ের বিকল্প নেই। ভেনেজুয়েলা এখন শেষ ম্যাচে ড্র কিংবা জ্যামাইকার বিপক্ষে জিতলে গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাবে। তাহলে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এড়াতে পারবে।