বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১, ২০২৪ by

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোল থেকে অস্বস্তিকর বিদায়ের শঙ্কা থেকে মুক্তি পেয়েছে ইংল্যান্ড। পিছিয়ে পড়েও ইনজুরি টাইমে জুড বেলিংহাম ও হ্যারি কেইনের গোলে স্লোভাকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে কোচ গ্যারেথ সাউথগেটের দল। রোববার ম্যাচের ২৫ মিনিটে ইভান শারাঞ্জের গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। বিরতির পরও গোলের দেখা পাচ্ছিল না ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয়ে যায়। ইনজুরি সময়ের শেষ মিনিটের আগে চমকে দেন বেলিংহাম। অসাধারণ বাইসাইকেল কিকে বল জড়িয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান এই রিয়াল মাদ্রিদের তারকা। এরপর খেলা চলে অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে খেলা শুরুর ৫০ সেকেন্ডে দারুণ হেডে বল জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচ শেষে অধিনায়ক কেইন বলেছেন, ‘এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের লক্ষ্য। ম্যাচটা ধীরে ধীরে যখন কঠিন হয়ে উঠছিল তখনই আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। এক বিন্দুও কেউ ছেড়ে দেয়নি। শেষ পর্যন্ত লড়াই করে গেছে। জুডের যা করার ছিল সেটাই সে করেছে। এটা একটা অবিশ্বাস্য গোল ছিল।’

About The Author

শেয়ার করুন