Last Updated on জুলাই ৭, ২০২৪ by
কোপা আমেরিকা
সেমিফাইনালে কে কার মুখোমুখি?
ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচটা টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের আগে ভোর ৪টায় হওয়া ম্যাচে কলম্বিয়া পানামাকে গোলের মালা পরিয়েছে। হামেস রদ্রিগেসরা জিতেছে ৫-০ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ এখন উরুগুয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ প্রথমবার কোপায় খেলতে আসা কানাডা। অ্যারিজোনায় শুরু থেকেই গোলের তুবড়ি ছুটিয়েছে কলম্বিয়া। ৮ মিনিটে দলটিকে এগিয়ে নেন কোর্দোবা। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হামেস রদ্রিগেস। ৪১ মিনিটে লুইস ডিয়াস গোল করছে এই অর্ধেই স্কোর হয়ে যায় ৩-০। তার পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন রিচার্ড রিওস ও মিগুয়েল বোরহা। শেষ গোলটিও আসে স্পট কিক থেকে। পানামাকে বিধ্বস্ত করে এখন সেমিফাইনালে হুঙ্কার দিয়ে রেখেছে কলম্বিয়া। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া রদ্রিগেস যেমনটা বলেছেন, ‘এখনও গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসা বাকি। আশা ফাইনালে খেলার আশা রাখি।’ ১০ জুলাই নিউ জার্সিতে প্রথম সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। তার পর দিন নর্থ ক্যারোলিনায় উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। এবার দেখে নেওয়া যাক সেমির সূচি-
কোপা আমেরিকায় সেমিফাইনালের সূচি-
১০ জুলাই- আর্জেন্টিনা বনাম কানাডা, সকাল ৬টা
১১ জুলাই- উরুগুয়ে বনাম কলম্বিয়া, সকাল ৬টা