শুরুর দিকে দগলাস লুইসকে হারানোর ধাক্কা হলো সঙ্গী। একজন কম নিয়ে খেলে তাই খুব একটা সুবিধা করতে পারল না ব্রাজিল। টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই কোত দি ভোয়ার কাছে পয়েন্ট খুইয়েছে গতবারের সোনাজয়ীরা। জাপানের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইয়োকোহামায় রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। রিশার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে সোনার পদক ধরে রাখার মিশন শুরু করেছিল ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের নেওয়া আট শটের চারটি ছিল লক্ষ্যে।
বিপরীতে ছয় শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে কোত দি ভোয়া। ম্যাচে ১১টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। শুরুর দিকেই ধাক্কা খায় দলটি; ত্রয়োদশ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার দগলাস লুইস। একজন কম নিয়ে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। কোত দি ভোয়ার তিন শটের বিপরীতে এ সময় কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয়ার্ধে ভালোই লড়াই করে তারা কিন্তু পায়নি জালের দেখা।
৮০তম মিনিটে কোত দি ভোয়াও পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবুই কোয়াসি। এই গ্রুপে দুই ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই সমান ৪ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ব্রাজিল। একই দিন আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলে জিতে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল ২০০৮ সালে সর্বশেষ এ ইভেন্টের সোনা জেতা দলটি। ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। প্রথম ম্যাচে তারা মেক্সিকোর বিপক্ষে উড়ে গিয়েছিল ৪-১ গোলে। অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার সৌদি আরবের মুখোমুখি হবে। একই দিনে কোত দি ভোয়া মুখোমুখি হবে জার্মানির।