শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৬, ২০২৪ by

কেমন হলো এবারের আইপিএলের ১০ দল

সৌদি আরবের জেদ্দায় দুই দিনের বিডিং লড়াইয়ে শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। ২০২৫ আইপিএল মেগা নিলামের প্রথম দিনের বড় খবর রিশাব পান্টের রেকর্ড দাম। ২৭ কোটি রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় দিনে সবচেয়ে বড় চমক, ১৩ বছরের ভৈভব সুরিয়াবানশির দাম ১.১ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রাজস্থান রয়্যালস তাকে দলে ভিড়িয়েছে। যেখানে পাখির চোখ ছিল ক্রিকেটার থেকে শুরু করে দর্শক-সমর্থকদের। নিলামের প্রথম দিনে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাব পান্টকে ২৭ কোটি রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএল তো বটেই, পুরো আইপিএল ইতিহাসেই পান্ট সবচেয়ে দামি খেলোয়াড়। মেগা নিলাম শেষে আইপিএলের ১০ দল চূড়ান্ত করল তাদের স্কোয়াড। সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস দলে। আর সবচেয়ে কম ২০ জনের স্কোয়াড সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের। মেগা নিলাম শেষে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড যেমন হলো :

লখনৌ সুপার জায়ান্টস স্কোয়াড-
রিশাব পান্ট, নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দ্বীপ, ডেভিড মিলার, আবদুল সামাদ, আইয়ুশ বাদোনি, মহসিন খান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, শামার জোসেফ, মনিমরণ সিদ্ধার্থ, ম্যাথু ব্রিটজকে, আরশিন কুলকার্নি, দিগ্বেশ সিং, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকর, আরিয়ান জুয়ল, হিম্মত সিং।

কোলকাতা নাইট রাইডার্স স্কোয়াড-
রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হারশিত রানা, রমনদ্বীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃষ্ণ রঘুবংশী, স্পেন্সার জনশন, রহমানউল্লাহ গুরবাজ, মইন আলি, ভৈভব আরোরা, রোভম্যান পাওয়েল, আজিঙ্কা রাহানে, উমরান মালিক, মানিশ পান্ডে, অনুকূল রায়, লুভিন্থ সিসোদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড-
মাহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, খলিল আহমেদ, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কুরান, গুরজাপনীত সিং, নাথান এলিস, দ্বীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, ভানশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রাশেদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি, শ্রেয়াস গোপাল।

মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড-
জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সুরিয়াকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বার্মা, ট্রেন্ট বোল্ট, দ্বীপক চাহার, নামান ধীর, উইল জ্যাকস, আল্লাহ মোহাম্মদ গাজানফার, মিচেল স্যান্টনার, রায়ান রিকেল্টন, রিস টপলি, লিজাদ উইলিয়ামস, রবিন মিঞ্জ, করন শার্মা, ভিগনেশ পুথুর, বেভন জ্যাকবস, সত্যনারায়ণ রাজু, রাজ বাওয়া, অশ্বনী কুমার, অর্জুন টেন্ডুলকার, কৃষ্ণান শ্রীজিথ।

সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড-
হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, ইশান কিশান, মোহাম্মদ শামি, হারশাল প্যাটেল, রাহুল চাহার, অভিনভ মনোহার, অ্যাডাম জাম্পা, সিমারজীত সিং, ইশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, অনিকেত বার্মা, অথর্ভ টাইডে, শচীন বেবি।

পাঞ্জাব কিংস স্কোয়াড-
শ্রেয়াস আইয়ার, আর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং, নেহাল ভাধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য, জশ ইংলিস, আজমতউল্লাহ ওমরজাই, লুকি ফার্গুসন, বিজয় কুমার বৈশক, ইয়াশ ঠাকুর, হারপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণো বিনোদ, কুলদ্বীপ সেন, জেভিয়ার বার্টলেট, সূর্য্যশ সেডগে, পাইলা অবিনাশ, মুশির খান, হারনুর সিং, প্রবীন দুবে।

রাজস্থান রয়্যালস স্কোয়াড-
যশস্বী জয়সওয়াল, স্যাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ের, জোফরা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, তুষার দেশপান্ডে, নিতিশ রানা, সন্দ্বীপ শর্মা, ফজলহক ফারুকি, কোয়ানা মাফাকা, আকাশ মাধওয়াল, ভৈভব সুরিয়াবানশি, শুবাম দুবে, যুধবীর সিং, কুনাল সিং রাথোর, আশোক শার্মা, কুমার কার্তিকেয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড-
ভিরাট কোহলি, জশ হ্যাজেলউড, ফিল সল্ট, রজত পতিদার, জিতেন্দ্র শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, যশ দায়াল, টিম ডেভিড, সুয়াশ শর্মা, জ্যাকব বেথেল, দেবদূত পাডিকাল, নুয়ান থুসারা, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি, স্বপ্নীল সিং, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মোহিত রাঠে, মনোজ বান্দার।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড-
আক্সার প্যাটেল, লোকেশ রাহুল, কুলদ্বীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরজন, ট্রিস্টান স্টাবস, জ্যাক ফ্র্যাসার ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, অভিষেক পুরেল, আশুতোষ শর্মা, মুহিত শর্মা, ফাফ ডু প্লেসিস, সামির রিজবি, ডোনোভান ফেরেরা, দুশমান্থ চামিরা, বিপরাজ নিগাম, করুন নায়ার, মাধব তিওয়ারি, মন্বন্ত কুমার, ত্রিপুরানা বিজয়, দর্শন নলকান্দে, অজয় যাদব মন্ডল।

গুজরাট টাইটান্স স্কোয়াড-
রাশিদ খান, শুবমান গিল, জশ বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, সাই কিশোর, গ্লেন ফিলিপস, মহিপাল লোমরোর, গুরনূর ব্রার, আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগরা, নিশাত সিন্ধু, মানব সুথার, অনুজ রাওয়াত, কুলবন্ত খেজরোলিয়া।

About The Author

শেয়ার করুন