কুষ্টিয়ায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

4

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে শাহিন মিয়া (৪২) ও দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে মো. ইকরামুল (২২)।
কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, মোটরসাইকেলর সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হন। আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত বলা যাবে।
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।