কুরিয়ার সার্ভিসে আম পরিবহন প্রতি কেজি ১০ টাকা ভাড়ার প্রস্তাব

54

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসতে শুরু করেছে। আর কয়দিন পর থেকেই ব্যস্ত হয়ে পড়বেন আমচাষি, ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তা, পরিবহন খাতসহ জেলার অধিকাংশ মানুষ।
কত সহজে এবং কম খরচে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আম পাঠানো যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে ঢাকা পাঠাতে একই খরচে কুরিয়ার সার্ভিসে আম পরিবহনের জন্য প্রতি কেজি ১০ টাকা ভাড়া নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। একই খরচে পরিবহনের বিষয়ে তিন জেলার জেলা প্রশাসক ঐকমত্য হয়েছেন বলেও এ কে এম গালিভ খাঁন সভায় জানিয়েছেন।
সভায় জেলার প্রত্যেকটি আমবাজারে আমচাষির কাছ থেকে ৪০ কেজিতেই এক মণ হিসেবে ক্রয়েরও সিদ্ধান্ত হয়। সভায় আগামী ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে বলেও জানানো হয়। এ বছর দুটি ট্রেন চালু এবং পণ্যবাহী ওয়াগন বাড়িয়ে নয়টি যুক্ত করা হবে বলেও জানানো হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, আমের বাজার ও পরিবহন তদারকি করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। আমের বাজারে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সভায় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেনে গতবার পাঁচটি ওয়াগন ছিল। এবার আট থেকে নয়টি ওয়াগন থাকবে। প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে। আম পরিবহনের সুবিধা বিবেচনায় নিয়ে দুটি ট্রেন থাকবে। একটি ট্রেন যাবে, আরেকটি আসবে। গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কোনো আম নষ্ট হওয়ার ঘটনা ঘটেনি। এ ট্রেনে আম ছাড়াও পেয়ারা, শাকসবজিসহ কৃষিপণ্য পাঠানোর জন্য কৃষক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতি কেজি আমের জন্য ভাড়া ১ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা আমবিষয়ক একটি প্ল্যাটফরম করার পরামর্শ দিয়ে বলেনÑ আমের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্ল্যাটফরম থাকলে সেখানে সকলের তথ্য থাকবে। এর ফলে আম উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের সুবিধা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাসুদ আহমেদ জানান, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন।
সভায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবাইদুল হক, রহনপুর রেলস্টেশন মাস্টার শহিদুল আলম, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, আমচাষি ইসমাইল খান শামীম, কামরুল ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমানসহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি, আমচাষি ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।