Last Updated on মে ১১, ২০২৫ by
‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্র জামায়েত
চাঁপাইনবাবগঞ্জে ‘কুরআন দিবস’ উপলক্ষে ছাত্র জামায়েত কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মঞ্চে এই জমায়েত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মো. রফিকুল ইসলাম, সাবেক আমির ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মো. আবু জার গিফারী, সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির মো. গোলাম রাব্বানীসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- ভারতে কুরআন অবমাননার কারণে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রশিবির। সেই সমাবেশে তৎকালীন পুলিশ গুলি চালালে ৮ জন নিহত হয়। সেই থেকে ১১ মেকে কুরআন দিবস হিসেবে পালন করা হচ্ছে।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন।
এর আগে ফকিরপাড়া ঈদগাহে প্রায় চার শতাধিক কুরআন শরীফ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত শনিবার নাচোল, ভোলাহাট উপজেলায় ‘কুরআন দিবস’ পালন করা হয় এবং কুরআন শরিফ বিতরণ করা হয়।