Last Updated on ফেব্রুয়ারি ১৯, ২০২৫ by
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আব্দুর রাহিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহফুজুর রহমান, মুশফিকুর রহমান, সায়েম হোসেন, তৌফিক হোসেন, মাফিউল ইসলাম মাফি, মাসুম বিল্লাহ, মেহেদি হাসানসহ অন্যরা।
বক্তারা কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।