পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তিন বছরের কারাদ- দেওয়ার পরেই গ্রেপ্তার করা হয়। সেদিন সন্ধ্যা থেকেই পাঞ্জাবের ‘অ্যাটক’ কারাগারে রাখা হয়েছে পিটিআই প্রধানকে। গতকাল শনিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ যৌথ তদন্ত দল (জেআইটি) সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) অনুমতি নিয়ে গত ৯ মে দেশজুড়ে তা-বের ঘটনার তদন্তে ইমরান খানকে শুক্রবার থেকে অ্যাটক কারাগারেই জেরা শুরু করেছে। গত ৯ মে ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছিল ইমরান খানকে। ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল। দেশটির তৎকালীন ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী অভিযোগ করে, পিটিআই সমর্থকরা ইমরানের উস্কানিতে এ তা-ব চালিয়েছিল। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরও ছয়টি মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। এ নিয়ে পাঁচ সদস্যের একটি উচ্চপদস্থ পুলিশ দল শুক্রবার অ্যাটক কারাগার পরিদর্শন করে এবং ইমরান খানকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী অপরাধের অধীনে নথিভুক্ত বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ করে। এর আগে ডনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানই পাকিস্তানের প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী, যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে। ব্রিটিশ শাসনামলে ১৯০৫-১৯০৬ সালে ৬৭ একর জমির ওপর নির্মিত অ্যাটক কারাগার। ব্রিটিশ শাসকরা সেই সময় বিদ্রোহীদের এখানে আটকে রাখতো। তবে এখন পাকিস্তানে এটিকে নিরাপত্তার কারাগার হিসেবে বিবেচনা করা হয়। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ কারাগারে দেশটির বিপজ্জনক বন্দীদের রাখা হয়। এখানে থাকা বন্দীদের মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিও আছে।