শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৭, ২০২৫ by

কিশোর ভ্যানচালক হত্যা দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে চার্জার ভ্যানচালক কিশোর সিহাব হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৩১ আগস্ট জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব (১৪) চার্জার ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি বের হয়। কিন্তু পরে বাড়ি না ফিরলে সিহাব নিখোঁজ মর্মে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের পিতা সাধারণ ডায়রি করেন। এরপর পুলিশ মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও মো. সুজন আলীকে গ্রেপ্তার করে। তারা ৩১ আগস্ট পূর্বপরিকল্পিতভাবে মাধাইপুর হতে চার্জারভ্যানটি ভাড়া করে যাঁতাহারায় নিয়ে যায়। তারা ওই দিন রাত ৮টার দিকে শ্বাসরোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে চার্জারভ্যান নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে পুলিশ সিহাবের মরদেহ উদ্ধার করে এবং ৩নং আসামি গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
আবদুল ওদুদ আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীর পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে দারাদণ্ড দেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে খালাস দেন।

About The Author

শেয়ার করুন