কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা

11

চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ পাঠ করান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি তসিকুল ইসলাম তসি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ সংগঠনটির সহসভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ড. শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান, শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাওকারুন নাহার, অফিস ও তথ্য সম্পাদক হরিশচন্দ্র ঘোষ, যোগাযোগ ও প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম, রেজাউল করিম, রুহুল আমিন।