সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৮, ২০২৫ by

কিউইদের সাদা বলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টিড

নিউজিল্যান্ডের সাদা বলের কোচিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গ্যারি স্টিড। গতকাল মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, আর কিউইদের টি-টোয়েন্টি ও ওয়ানডে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। তবে টেস্ট ক্রিকেট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এক মাসের মধ্যে সেটিও জানিয়ে দেবেন ৫৩ বছর বয়সী এই কোচ। ২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পালন করে আসছেন স্টিড। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবশেষে অবসরে যাচ্ছেন তিনি। স্টিড বলেন, ‘আমি কিছুদিন ভ্রমণজীবন থেকে দূরে থাকতে চাই এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। আমার লক্ষ্য ছিল কম অভিজ্ঞতাসম্পন্ন একটি দলের সঙ্গে ভালোভাবে মৌসুম শেষ করা। গত ছয়-সাত মাস ধরে আমরা প্রায় নিরবচ্ছিন্নভাবে ক্রিকেট খেলছি, সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন আমি নিজের ভবিষ্যৎ বিকল্পগুলো বিবেচনা করতে চাই। আমি মনে করি আমার কোচ হিসেবে আরও কিছু দেওয়ার আছে, তবে সব ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নয়।’ নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, আগামী সপ্তাহে কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে। তবে সব ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দেবে কিনা তা এখনো স্পষ্ট করেনি সংস্থাটি। স্টিডের অধীনে ২০১৯ বিশ^কাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ^কাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তার সবচেয়ে বড় সাফল্য বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা জয়। এক বিবৃতিতে এনজেডসি-র হাই পারফরম্যান্স কর্মকর্তা ব্রায়ান স্ট্রোনাচ বলেন, ‘গ্যারির পারফরম্যান্স দীর্ঘ সময় জুড়ে প্রশংসনীয় ছিল। তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য সময় চাচ্ছেন, এতে আমরা সন্তুষ্ট। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সব ফরম্যাটের জন্য একক কোচ অথবা বিভক্ত কোচিং কাঠামোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের আবেদন দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, আগামী জুনে গ্যারি স্টিডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ফের আবেদন করবেন কিনা, সেটি এখনো জানাননি স্টিড।

About The Author

শেয়ার করুন