কারিগরি শিক্ষা গ্রহণ করলে কেউ বেকার থাকবে না : জেলা প্রশাসক

24

সরকারের এসডিজি পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে জেলা প্রশাসক এ জেড এ নূরুল হক বলেছেন, ২০০৯ সালে কারিগরি বিভাগে শিক্ষার্থী ছিল ১ শতাংশ। বর্তমানে তা দাঁড়িয়েছে ১৪-১৫ শতাংশ। ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালে ৩০ শতাংশে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। কারিগরি শিক্ষা ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব না। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিউটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশননে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- এ সময়টা তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট। এ সময়টা তোমাদের কাজে লাগাতে হবে। এনআইডি কার্ড না পাওয়া পর্যন্ত স্মার্টফোন ও ফেসবুক ব্যবহার করা যাবে না। রাত জেগে ফেসবুক ব্যবহার না করে পড়াশোনায় মন দিতে হবে। মনে রাখতে হবে, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে দেশের হাল ধরবে, তাই তোমাদের দায়িত্ব অনেক বেশি। তিনি অভিভাবকদের বলেন- চায়লে আপনাদের সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারতেন। কিন্তু কারিগরি শিক্ষার জন্য এখানে ভর্তি করেছেন। কারণ কারিগরি শিক্ষার জন্যই কর্মসংস্থানের অনেক পথ খোলা আছে। আপনাদের সন্তানেরা যদি লেখাপড়া সঠিকভাবে করে জ্ঞানার্জন করতে পারে তাহলে দেশে-বিদেশে চাকরির পথ খোলা রয়েছে।
জেলা প্রশাসক বলেন- সরকার বলেছে শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছে যাবে। গ্রাম আর শহরে কোনো পার্থক্য থাকবে না। আর এর জন্য প্রয়োজন কারিগরি জ্ঞানসম্পন্ন প্রকৌশলীদের। কারিগরি শিক্ষা গ্রহণ করলে কেউ বেকার থাকবে না। জেলা প্রশাসক বলেন- অবশ্যই মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে না বলতে হবে। লক্ষ্য হবে সঠিক শিক্ষায় শিক্ষিত একজন প্রকৌশলী হবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের ও জেলা পরিষদ সদস্য বাসার আলী। অন্যান্যের মাঝে বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান। এসময় চিফ ইনস্ট্রাক্টর সহীদুল ইসলামসহ অতিথি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদি এই শিক্ষাবর্ষে ১ হাজার ১১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপাধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শোকাবহ আগস্ট মাস উপলক্ষে ঘাতকদের আঘাতে নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।