কামাল ইলেকট্রনিকের শোরুমে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়-ক্ষতি

25

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পুরাতন জেলখানা সংলগ্ন কামাল ইলেকট্রনিকের একটি শোরুমে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে শোরুমের মালিক জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
কামাল ইলেকট্রনিকের মালিক ইকবাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, পুড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, রেফ্রিজেটর, এসি, বিভিন্ন ধরনের ফ্যান, ওভেন ইত্যাদি।
ইকবাল গৌড় বাংলাকে আরো বলেন- বৃহস্পতিবার রাত ১০টার দিকে শোরুমে তালা দিয়ে বাসায় যাই। এর আধা ঘণ্টা পরে জানতে পারি আগুন লেগেছে। এসময় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হলে তাদরে একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।