চাঁপাইনবাবগঞ্জে কাবিং সম্প্রসারণে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা এ ওয়ার্কশপের আয়োজন করে।
ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।
সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তরের পরিচালক মমতাজ আলী, রাজশাহী অঞ্চলের উপরিচালক হামজার রহমান শামিম ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটস সভাপতি ও সম্পাদকগণ।
আলোচনাকালে বক্তারা কাব স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে এর সম্প্রসারণে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।