Last Updated on মে ২৩, ২০২৫ by
কান উৎসবে ঐশ্বরিয়ার গলায় ৫০০ ক্যারেট চুনি! দাম কত?
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বলিউডের সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি প্রতিবারই নজর কাড়ে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তিনি নজরে এসেছেন শুধু পোশাকে নয়, গয়নায় ব্যবহৃত অমূল্য রত্নের কারণেও। নিজের চিরচেনা পাশ্চাত্য সাজের মধ্যে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া রেখে তিনি হাজির হন সোনা-রুপার জরি দিয়ে কারুকাজ করা এক বেনারসি শাড়িতে। আর এই অভিজাত সাজে সবচেয়ে বেশি চমক দিয়েছে তার গলায় ঝলমল করা ৫০০ ক্যারেট মোজাম্বিক চুনির মালা।
হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি জানিয়েছে, ঐশ্বরিয়ার পরা এই চুনির মালার প্রতি ক্যারেটের দাম ২০,০০০ থেকে শুরু করে প্রায় ১,০০,০০০ রুপি পর্যন্ত হতে পারে। ফলে ৫০০ ক্যারেট চুনি অর্থাৎ পুরো গহনার আনুমানিক মূল্য দাঁড়ায় কয়েক কোটি রুপিতে। শুধু তাই নয়, গলায় থাকা হিরের গয়নাও ছিল বিরল ও ভারী। হাতে ছিল মিলিয়ে পরা চুনির আংটি।
ঐশ্বরিয়ার শাড়িটি ছিল মণীশ মালহোত্রা নকশাকৃত ‘কড়ওয়া’ বেনারসি-যা বেনারসির মধ্যে সবচেয়ে কঠিন বুননের একটি ধরন হিসেবে স্বীকৃত। পোশাক ডিজাইনার মণীশ মালহোত্রা নিজেই জানিয়েছেন, শাড়িটিতে রূপা ও রোজ গোল্ডের জরি দিয়ে বুটির কাজ করা হয়েছে। তার ওপর রয়েছে সূক্ষ্ম জারদৌসি কারুকাজ। শাড়ির সঙ্গে মানানসই করে দেওয়া হয় এক টুকরো দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না, যা পুরো লুকটিকে আরও রাজকীয় করে তোলে।
শাড়ির সঙ্গে ব্যবহৃত সোনাগুলোও ছিল প্রায় ১৮ ক্যারেট মানের। বাজারদরে ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বর্তমানে প্রায় ৭১,০০০ রুপির কাছাকাছি। ফলে এই গহনা ও পোশাক মিলিয়ে ঐশ্বরিয়ার কান উৎসবের এবারের উপস্থিতির সামগ্রিক মূল্য সহজেই কয়েক শো কোটি রুপিতে পৌঁছায় বলে ধারণা করছেন ফ্যাশন বিশ্লেষকেরা।
উল্লেখযোগ্যভাবে, ২০০২ সালে প্রথমবারের মতো কান উৎসবে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। তখনও তিনি বেছে নিয়েছিলেন শাড়িই। এরপর কেটে গেছে প্রায় ২৩ বছর, তবু তার ফ্যাশন-সাহস ও ভারতীয় ঐতিহ্যের গৌরব বহন করে চলা আজও আলোচনার কেন্দ্রে।