শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৬, ২০২৫ by

কানসাট রাজবাড়ি সংস্কার দাবিতে সাইকেল র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত ঐতিহাসিক রাজবাড়িটি সংস্কারের দাবিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এই সাইকেল র‌্যালির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, আরডিও মো. শাহীন আকতার, ভেটেরিনারি সার্জন মো. আবু ফেরদৌসসহ শতাধিক সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।
র‌্যালিটি ভোর সাড়ে ৬টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কানসাট রাজবাড়ি হয়ে পুঁটি মারি বিল ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

About The Author

শেয়ার করুন