কানসাট ইউপি নির্বাচন : প্রশিক্ষণ নিলেন ভোটগ্রহণ কর্মকর্তারা

17

আগামী ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার শিবগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনÑ ইভিএম এক্সপার্ট ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ, উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান।
প্রশিক্ষণে কানসাট ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কে ধারণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।
নির্বাচন অফিসার জানায়, কানসাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম এবং স্বতন্ত্রী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জামায়াত নেতা সেফাউল মুলক।
এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৬ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।