আসন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম মনোনয়ন পেয়েছেন। নৌকার প্রার্থী হিসেবে বর্তমানে তিনি মাঠে কাজ করছেন। দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন বেনাউল ইসলাম।
গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগ দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড বেনাউল ইসলামের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ড আমাকে মনোনীত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের কাছে দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, ২০১৭ সালে অনুষ্ঠিত কানসাট ইউপি নির্বাচনে বেনাউল ইসলাম আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী হিসেবে এবং ২০১২ সালে নির্দলীয় প্রার্থী হিসেবে বিজয় লাভ করেন।