চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে সাধারণ নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচনের সঙ্গে কানসাটের এই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিটি ইউনিয়ন পরিষদেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ইভিএমে ভোটগ্রহণ ১৫ জুন।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর জেলা নির্বাচন অফিস এই নির্বাচনের ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেছে।