Last Updated on জুন ১৪, ২০২৪ by
কানসাটে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিলসহ মো. জসিম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবক জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা বাগোনগাঁর মৃত জহুর আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লীবিদ্যুৎ কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে একটি অটোরিকশা তল্লাশী করে আমের ক্যারেটের ভেতর থেকে ৪০৩ বোতল ফেনসিডিলসহ জসিমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।