বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১৮, ২০২৫ by

কানসাটে বিএনপির কর্মী সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপি আয়োজিত মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, দেশের ব্যাংকগুলো থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সঙ্গে ব্যক্তিস্বার্থের জন্য আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরাও টাকা লুট করে পালিয়েছে।
কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েল।
সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন