কানসাটে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চাকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো. মিজান আলী (২৪)। একটি পান সিগারেট ও খাবারের হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল বুধবার রাত পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর বাজারে একটি পান সিগারেট ও খাবারের মধ্যে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মিজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।