দৈনিক গৌড় বাংলা

কাজী নজরুলের বায়োপিকে স্পর্শিয়া

কাজী নজরুল ইসলামের বায়োপিক দিয়ে টালিউডে যাত্রা শুরু হচ্ছে অর্চিতা স্পর্শিয়ার। ‘কাজী নজরুল ইসলাম’ শিরোনামে বায়োপিকটি বানাবেন আবদুল আলিম। এই সিনেমা দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসবেন তিনি। এই সিনেমায় নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। ইতোমধ্যে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন অভিনেত্রী। স্পর্শিয়ার ভাষ্য, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজী নজরুল ইসলাম সিনেমা নিয়ে পরিচালকের সঙ্গে মৌখিক আলাপ সেরেছেন স্পর্শিয়া। প্রাথমিক আলাপে সিনেমাটিতে অভিনয়ে সম্মতি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর হবে পাকা কথা। কাজী নজরুল ইসলামের বায়োপিকটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। কাজী নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। ইতোমধ্যে সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ইশা সাহাকে। এ ছাড়া আরও থাকছেন শেরেবাংলা ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর চরিত্রে কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলী আকবর খানের ভূমিকায়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু, সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার। আগামী শীতে শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির। অর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে সফিকুল আলমের ‘সুস্বাগত’ সিনেমায়।

About The Author