Last Updated on অক্টোবর ৩, ২০২৪ by
কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল
চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতুল্লাহ নামের একজন স্বাগত বক্তব্য দেন।
প্রথমে শিশুরা পরিবেশন করেন একটি ইসলামী সংগীত। এরপর মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা শোনান আরো একটি সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী ও ফোয়ারা সাংস্কৃতিক সংসদ কাওয়ালি পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গম্ভীরা।
অনুষ্ঠানে ছাত্র-জনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও সদস্য সচিব আব্দুল্লা আল মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈষব্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চাঁপাইনবাবগঞ্জ ছাত্র-জনতার মঞ্চ’র ব্যানারে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাওয়ালী ও নাশিদ’ সন্ধ্যার আয়োজন করা হয়।