চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট কাঁচাবাজারে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। গতকাল শুক্রবার এটি বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে। এছাড়া কিছু সবজি, ইলিশ ও মুরগির দামও বেড়েছে। চালের দামও ছিল বাড়তির দিকে। তবে পেঁয়াজ ও ডিমের দাম কমেছে। সবজি বিক্রেতা শহিদুল ইসলাম ও রশিদ জানান, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে আর কিছু সবজির দাম কমেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে পটল ৫০ টাকা, বাঁধাকপি ২০ টাকা কেজি, ফুলকপি ১২ থেকে বেড়ে ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। মটরশুটি গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। গাছপাকা টমেটো এখনো বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আর দেশী টমেটো ৪০ টাকা কেজি। তারা আরো জানান, দেশী শসা ৫০ টাকা, ঘিয়ন বেগুন ৩৫ টাকা, সজিনা ডাটা ১৮০ টাকা, নতুন আলু ১০ টাকা কমে ৫০ টাকা, করলা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কিছুদিন কুয়াশার জন্য সবজির দাম বেড়েছে তবে আবহাওয়া অনকূল হলেই কমে যাবে বলে জানান এ দুই সবজি বিক্রেতা।
মাছ বিক্রেতা সাবের আলী, মুকুল রহমান ও শুকুরউদ্দিন বলেন, কিছু দিন থেকেই ইলিশের আমদানি কম তাই দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। বিক্রি হচ্ছে ১ হাজার টাকা। তবে ইলিশের দাম বাড়লেও অন্যান্য মাছের দাম কম বলছেন তারা। গতকাল বাজারে দুই থেকে তিন কেজির কাতল ২৩০-২৫০ টাকা, ১ কেজির রুই ২০০ টাকা, পিয়ালি ৫০০ টাকা, বিলের ট্যাংড়া ৫০০-৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা আরো জানান, কিছু দিন থেকেই অন্যান্য মাছের আমদানি কম হচ্ছে। এ কারণে গতকাল আজ বাজারে সিলভারকার্প, বোয়াল, তেলাপিয়া আসেনি।
মুরগি বিক্রেতা রুবেল ও সেলিম বলেন, গত সপ্তাহের তুলনায় আজকে (গতকাল) ক্রেতার সংখ্যা বেশি। তবে আমদানি কম থাকায় মুরগির দাম বাড়তির দিকে। ব্রয়লার কেজিপ্রতি ৫ টাকা করে বেড়ে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার ১৫০ থেকে বেড়ে ১৬০ টাকা, প্যারেন্স ১৫৫ থেকে বেড়ে ১৬০ টাকা, সোনালি ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি ১৬০ টাকা এবং দেশী মুরগি ৩২০-৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুদিবাজারে বিক্রেতা সাদিরুল ইসলাম ও মাসুম জহির বলেন, গত সপ্তাহের তুলনায় খোলা সয়াবিন, রসুন ও চালের দাম বেড়েছে। আর পেঁয়াজ ও ডিমের দাম কমেছে। ডিম বর্তমানে ৩০ থেকে কমে ২৭ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া দেশী পেঁয়াজ ৫০ থেকে কমে ৪০-৪৫ টাকা, বিদেশী পেঁয়াজ ২৮-৩০ টাকা, আদা ৮০ টাকা, রসুন ৯৫ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন দাম বেড়ে হয়েছে ১১৫ টাকা, মোটা চাল ৪২-৪৪ থেকে বেড়ে ৪৫ টাকা, আটাস ৫০-৫২ থেকে বেড়ে ৫২-৫৪ টাকা এবং মিনিকেট ৫৪-৫৬ থেকে বেড়ে ৫৬-৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।