কলোনিতে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. রাব্বানী

6

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ১নং কলোনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার সকালে চিকিৎসা প্রদানকালে অধ্যাপক ডা. রাব্বানী বলেনÑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ সুনিশ্চিত করা। আমার এই বিনামূল্যে চিকিৎসা সেবা যদি কিঞ্চিত পরিমাণ অবদান রাখতে পারে তাতেই আমি খুশি।
তিনি জানান, এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের সুবিধার্থে আমি মাঝে মধ্যেই কোনো টাকা ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও করব। কেউ যদি তার এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করতে চান তবে আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
স্থানীয়ভাবে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেনÑ ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জাব্বার।
সাইফুল ইসলাম, টগরী বেগম, হোসেন আলী, ফরমান আলীসহ এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৭২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ডা. গোলাম রাব্বানী।