বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৩, ২০২৫ by

কলেজ জীবনের প্রেম, পরিণতি কারাগার ও পাগলাগারদ!

প্রেম মানে আবেগ, ভালোবাসা, কখনো সুখ আবার কখনো বেদনা। বিশেষ করে কলেজ জীবনের প্রেম যেন এক অন্যরকম রোমাঞ্চ নিয়ে আসে। এই প্রেমে থাকে উচ্ছ্বাস, থাকে আবেগের জোয়ার। তবে কখনো কখনো প্রেমের গল্প রূপ নেয় এক অপ্রত্যাশিত পরিণতির দিকে।
এমনই এক দুর্বার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’। মুহাম্মদ মিফতাহ্ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তরুণ অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী নাজনীন নিহা।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাকসহ আরও অনেক জনপ্রিয় মুখ। ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে নাটকটিতে দুটি ভিন্ন লুকে হাজির হবেন প্রধান দুই চরিত্র। একদিকে কলেজ জীবনের চঞ্চল প্রেমিক-প্রেমিকা, অন্যদিকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে কারাগার ও মানসিক চিকিৎসালয়ের জীবন! নাটকটির গল্প ঠিক কোথায় মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান বলেন, ‘নাটকটির সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল চরিত্রগুলোর দুটি ধাপে উপস্থাপন করাÑএকদিকে কলেজ জীবনের প্রাণবন্ত প্রেমিক-প্রেমিকা, অন্যদিকে এক করুণ বাস্তবতায় কারাগার ও পাগলাগারদের বন্দি জীবন। ইয়াশ ও নিহা এই চ্যালেঞ্জ খুব দক্ষতার সঙ্গে উতরে গেছেন।’
তবে নির্মাতা এবং কলাকুশলীরা এখনই গল্পের মূল রহস্য প্রকাশ করতে নারাজ। তাদের ভাষায়, ‘অবুঝ প্রেম’ শতভাগ খাঁটি প্রেমের গল্প, যেখানে প্রেম যেমন আছে, তেমনি বিরহও থাকবে সমানতালে।
এবারের ঈদ আয়োজনে সিএমভি প্রযোজিত আরও ২০টি নাটক মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক ও পরিবেশক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের চাঁদ রাত থেকেই নাটকগুলো সিএমভি’র ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে।
প্রেম মানেই কি শুধুই সুখ, নাকি কখনো কখনো তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়? সে উত্তর মিলবে ‘অবুঝ প্রেম’-এর পর্দায়।

About The Author

শেয়ার করুন