ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ম্তৃ্যুর ঘটনা ঘটল। নারকেলডাঙা ও হরিদেবপুরে দুই বালকের মৃত্যুর পর এবার ট্যাংরায় যুবকের প্রাণ গেল। ঘটনা গতকাল মঙ্গলবার সকালের। কলকাতার ট্যাংরায় এন্টালি থানা এলাকায় একটি খাবার দোকানের মালিক বান্টি হালদার ওরফে পাঁচা (৩৫) তার দোকানের শাটারের লোহার ফ্রেমে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, পাঁচা তার পুলিন খাটিক রোডের খাবারের দোকানে রান্নার জোগাড় করছিলেন। আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় দোকানে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন পাঁচা ও তার সঙ্গীরা। এই সময়েই দোকানের লোহার শাটারের ফ্রেমে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচা। এই নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। গত সপ্তাহেই হরিদেবপুর এবং নারকেলডাঙায় বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে মৃত্যু হয় দুই শিশুর। সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়াতেও বিদ্যুতের খোলা তার সাইকেলে জড়িয়ে মৃত্যু হয়েছে এক যুবকের।