Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by
কলকাতার রাস্তায় যাত্রী নিয়ে আর চলবে না ট্রাম
ভারতের একমাত্র শহর হিসেবে এখনও ট্রাম চলে কলকাতায়। তবে আর যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে না কলকাতার ঐতিহ্যবাহী পরিবহন ট্রাম। তবে শুধুমাত্র পর্যটকদের জন্য শহরটিতে চলবে একটি ট্রাম। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি ট্রাম, এ ছাড়া শহরের বুকে বিছিয়ে থাকা ট্রামলাইনগুলো এবার তুলে ফেলা হবে বলে নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। বিষয়টি নিয়ে একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোন রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব। ভারতের একমাত্র শহর হিসেবে এখনও ট্রাম চলে কলকাতায়। বর্তমানে কলকাতায় ২টি রুটে চলছে ট্রাম। তবে সেই ২ রুটেও এবার ট্রাম চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তবে আর কলকাতাবাসীর মনে এবং ইতিহাসের পাতাতেই থেকে যাবে ট্রামের যাত্রী নিয়ে ছুটে চলার গল্প।