Last Updated on মার্চ ৩, ২০২৫ by
কলকাতার রাজপথে ফিরছে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, নতুন নাম ‘হেরিটেজ ক্যাব
কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ফিরছে নতুন রূপে। রাজ্য সরকারের উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ‘হেরিটেজ ক্যাব’ নামে নতুন আঙ্গিকে শহরের রাস্তায় ছুটবে এই আইকনিক ট্যাক্সিগুলো। গত শুক্রবার রাজ্যের পরিবহণমন্ত্রী ¯েœহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে ২০টি নতুন হলুদ ট্যাক্সির উদ্বোধন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে আরও ৩ হাজার ট্যাক্সি কলকাতার রাস্তায় নামবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে।
হলুদ ট্যাক্সি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে শহরের ঐতিহ্য রক্ষা এবং ট্যাক্সিচালকদের আর্থিক সংকট নিয়ে নানা বিতর্ক ও প্রতিবাদ চলছিল। এই পরিস্থিতিতে রাজ্য সরকার হলুদ ট্যাক্সিকে নতুন রূপে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। নতুন ট্যাক্সিগুলোতে হলুদ রঙের নস্টালজিয়া ধরে রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।
হেরিটেজ ক্যাব নামে পরিচিত এই ট্যাক্সিগুলোতে যাত্রীস্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি গাড়িতে সিট বেল্ট, এয়ারব্যাগ এবং সিএনজি ও পেট্রল চালিত ইঞ্জিন থাকবে। ট্যাক্সির গায়ে কলকাতার আইকনিক স্থাপনাগুলোর ছবি আঁকা হবে, যেমন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং শহিদ মিনার। এতে করে যাত্রীরা শুধু গন্তব্যেই পৌঁছাবেন না, কলকাতার ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হবেন।
নতুন হলুদ ট্যাক্সিগুলো রাজ্য সরকার পরিচালিত ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই ট্যাক্সি বুক করতে পারবেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। পরিবহণমন্ত্রী ¯েœহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই ট্যাক্সিগুলো কলকাতার রাস্তায় ফিরিয়ে আনার পেছনে মূল উদ্দেশ্য হলো শহরের ঐতিহ্য রক্ষা করা এবং ট্যাক্সিচালকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
নতুন হলুদ ট্যাক্সিগুলো চালাবেন পুরোনো ট্যাক্সিচালকরাই। এর মাধ্যমে তাদের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ৩ হাজার ট্যাক্সি কলকাতার রাস্তায় নামবে, যা শহরের যাত্রীসেবাকে আরও উন্নত করবে।
কলকাতাবাসীর জন্য হলুদ ট্যাক্সি শুধু একটি যানবাহন নয়, এটি শহরের স্মৃতি ও আবেগের অংশ। নতুন রূপে হলুদ ট্যাক্সি ফিরে আসায় শহরবাসীর মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ কলকাতার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে কিছু মানুষের মধ্যে আক্ষরও রয়েছে, কারণ নতুন ট্যাক্সিগুলো অ্যাম্বাসেডর মডেলের নয়, যা কলকাতার হলুদ ট্যাক্সির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল।