মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১০, ২০২৫ by

করোনা ভাইরাস : সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ শুরু

প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। জনসমাগমে সকলকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর সোনামসজিদের ইমিগ্রেশনে এক সদস্যের মেডিকেল টিম বসানো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরের জ্বর পরীক্ষা করছে মেডিকেল টিম। জ্বর শনাক্ত হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন বলেন— ঈদের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশনে মেডিকেল টিম কাজ শুরু করেছে। ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরে জ্বর থাকছে কিনা, করোনার কোনো লক্ষণ বোঝা যাচ্ছে কিনা তা পরীক্ষা করছেন। তিনি বলেন— করোনা পরীক্ষার কীটের জন্য বলা হয়েছে, পেলেই পরীক্ষা শুরু হবে।
এদিকে কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ৬ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।’

About The Author

শেয়ার করুন