নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চাঁপইনবাবগঞ্জে এত প্রচার প্রচারণার পরও জনসমাগম বন্ধ না হওয়ায় ঈদের দিনেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত শেখ হাসিনা সেতুতে এই কোর্ট পরিচলনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুর উপর সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করায় ৮ জনকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫জনকে ৫শ টাকা করে, ২জনকে ২শ টাকা করে এবং ১জনকে ১ শ টাকা জরিমানা করা হয়।
এ-সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম ও রুহুল আমিনসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই অভিযান চলাকালে করোনাভাইরাস সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করা হয় এবং ভিড় সরিয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের সার্টিফিকেট পেশকার রেজওয়ান কবির এই তথ্য নিশ্চিত করেছেন।