গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্য ও সংবাদকর্মীদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ১০ জন পুলিশ সদস্য ও উপজেলায় কর্মরত ১০ জন সংবাদকর্মীর নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাব সুশান্ত কুমার দাস, আব্দুল আরিফ ও মশিউর রহমান নমুনাগুলো সংগ্রহ করেন। এ নিয়ে উপজেলায় মোট ১৩৬ জনের নমুনা সংগ্রহ করা হল। এর আগে গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য কর্মীদের নমুনা সংগ্রহ করা হয়।