করোনায় পুলিশের আরো দুই সদস্যের মৃত্যু

33

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুজন সদস্য মারা গেছেন। তারা হলেন, উপপরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল আবুল হোসেন আজাদ (৫১)। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২৬ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করলেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, সোমবার এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।