২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পান। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন বাংলাদেশে। করোনার প্রকোপ থেকে বাঁচতে বাসায় থেকেছেন তবে করোনার পরে এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। একটি নাটকের শুটিং করলেন। নাটকের নাম ‘ওস্তাদ আলিচাঁদ বকশি’। এটি নির্মাণ করছেন হিমু আকরাম। সাভারের বিভিন্ন মনোরম স্থানগুলোতে এই নাটকের চিত্রধারণ করা হয়েছে। মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে। এখানে ফারিয়া শাহরিন অভিনয় করেছেন ভিআইপি এক মেয়ের চরিত্রে। তার বিপরীতে মীর সাব্বির রয়েছেন ট্রাক ড্রাইভার চরিত্রে। নাটকের প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘মীর সাব্বির ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। হিমু আকরাম ভাই ও রোমেল ভাইর সাথেও প্রথম কাজ। সবাই অনেক মজা করে কাজটি করেছি। আমি রোদে প্রায় কালো হয়ে গেছি। তবু দুঃখ নেই (হাসি দিয়ে) কাজটি ভালো হয়েছে।’ পরিচালক জানান, এটি প্রচারিত হবে আরটিভিতে।