শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৩, ২০২৪ by

কম্বাইন হারভেস্টার ও মেইজ শেলার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও মেইজ শেলার বিতরণ করছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ২ জন কৃষকের মধ্যে একটি করে কম্বাইন হারভেস্টার ও মেইজ শেলার বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ উপস্থিত ছিলেন।
সঞ্জয় কুমার সরকার জানান, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. মহসিনের ছেলে কৃষক মো. শহীদুল ইসলামকে একটি কম্বাইন হারভেস্টার ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোলাম ওদুদের ছেলে আব্দুর রৌফকে একটি মেইজ শেলার মেশিন প্রদান করা হয়।
তিনি আরো জানান, প্রতিটি কম্বাইন হারভেস্টারে সরকার ভর্তুকি দিচ্ছে ১৫ লাখ ৬৫ হাজার টাকা এবং মেইজ সেলারে ৬৫ হাজার টাকা। অর্থাৎ অর্ধেক দামে দেয়া হচ্ছে। তিনি আরো জানান, এবার সদর উপজেলায় চারজন কৃষককে কম্বাইন হারভেস্টার ও তিনজনকে মেইজ শেলার দেয়া হচ্ছে। এ নিয়ে দুটি কম্বাইন হারভেস্টার ও একটি মেইজ শেলার বিতরণ করা হলো।

About The Author

শেয়ার করুন