চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে এবার ১ম স্থান অধিকার করেছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার। সামিয়ার বাবা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত মো. কামাল হোসেন। শনিবার কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে সামিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলামসহ অন্যরা।