আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নয়াগোলা পুলিশ লাইনসের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইকবাল হোছাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এসএএম ফজল-ই-খুদা।
উল্লেখ্য, গত ১৯ তারিখ ৫ উপজেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এসএএম ফজল-ই-খুদা জানান, তিনটি পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির রচনার বিষয় ছিল ‘যদি পুলিশ হতাম’, নবম এবং দশম শ্রেণির জন্য ‘জনসংখ্যা নিয়ন্ত্রেণে পুলিশের ভূমিকা’ এবং কলেজ পর্যায়ে ‘সামাজিক সমস্যা নিরসনে কমিউনিটি পুলিশের ভূমিকা’। তিনি আরো জানান, এই প্রতিযোগিতার পুরস্কার আগামী ২৬ অক্টোবর জেলা কমিউনিটি পুলিশিংয়ের অনুষ্ঠানের দিন দেয়া হবে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিল পুলিশ হেড কোয়াটার্স।