‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্্যাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের। সংশ্লিষ্ট থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এসব কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর :
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদ্্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার কারবালা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের আহŸায়ক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা।
পরে কমিউনিটি পুলিশিংয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ভোলাহাট : জেলার ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ডে শনিবার সকাল ১০টায় র্যালি বের হয়। কমিউনিটি পুলিশিং ফোরাম ভোলাহাট থানার আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড় ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি।
অন্যদের মধ্যে পুলিশিং ফোরামের আহŸায়ক ইখতেয়ার উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, শাজাহান আলী মাস্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওসি তদন্তসহ শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, আনসারসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গোমস্তাপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে গোমস্তাপুর থানার আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহŸায়ক গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আখতার আলী কচি খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম ইসলাম টাইগার, আওয়ামী লীগ নেতা শফি আনসারী, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নাচোল : জেলার নাচোলেও কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নাচোল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনাতয়নে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
নাচোল থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা হযরত আলী, নাচোল থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আনসার ভিডিপি, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্্যাপিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি থানা চত্বর থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ন কবির, সহকারী পরিদর্শক (এসআই) দুরুল হুদা, শরিফুল ইসলাম, নূর জাহিদ, মুকুল হোসেন (সিনিয়র), চিত্তরঞ্জন, মুকুল হোসেন (জুনিয়র), শাহরিয়ার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক, সেরাফত হোসেন, আমিনুল ইসলাম, কামরুজ্জামান ও আহসান হাবীব।