Last Updated on নভেম্বর ১১, ২০২৪ by
কমিউনিটির তথ্য যাচাইকরণ সভা
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামপ্রধানদের অংশগ্রহণে তথ্য যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পিআরএ পদ্ধতিতে কমিউনিটির তথ্য সংগ্রহ করা হয়।
সোমবার বেলা ১১টায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
তিনি তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আপনারা আমাদের মতই মানুষ। আমাদের মতই আপনাদের বাঁচার অধিকার আছে, শিক্ষা লাভের অধিকার আছে। কাজেই আপনাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখাবেন। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেবেন। বাল্যবিয়ে দেবেন না। বাল্যবিয়ের কারণে আপনাদের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সন্তানদের হাড়িয়া বা মদ পান করতে শেখাবেন না। তাদেরকে স্বাভাবিক মানুষের মতো করে গড়ে তুলবেন।
এসময় তিনি সমস্যার কথা শোনেন এবং সমাধানসহ সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও আগামী শীত মৌসুমে প্রত্যেককে শীতবস্ত্র প্রদানেরও আশ্বাস দেন।
এসআইএল’র চাঁপাইনবাবগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মি. নিকোলাস মুরমুর সভাপতিত্বে ও এরিয়া সুপারভাইজার ইস্রায়েল হাঁসদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ, মানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, স্পেস বাংলাদেশের ম্যানেজার মো. শাজাহান আলী, আদিবাসী প্রতিনিধি মি. কর্নেলিউস মুরমু এবং প্রদ্বীপ হেমরম।
পিআরএ ডাটা রিফ্লেকশন প্রোগ্রামে গোবরাতলা, বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নে বসবাররত ১৯টি গ্রাম থেকে ১৯ জন গ্রামপ্রধান এবং ৬ জন যুব ও মহিলা প্রতিনিধি আদিবাসীদের সাথে বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করে এমন এসজিওর কর্মকর্তাসহ মোট ৩৪ জন উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে পিআরএ ডাটা রিফ্লেকশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সভার আয়োজন করে।